Site icon suprovatsatkhira.com

দলীয় সাইনবোর্ড দিয়ে সরকারি জায়গা দখল: ভবন নির্মাণের অভিযোগ

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরে গাবুরা ইউনিয়নের চকবারা খেয়াঘাটে সরকারি জায়গায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে ব্যক্তি মালিকানা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবির রহমান রবিবার সকাল থেকে আবার নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। এর আগে সরকারি জায়গায় ভবন নির্মাণের বিরুদ্ধে গাবুরা ইউনিয়নের জি এম মাহমদুল ইসলাম গত ৪ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে। অভিযোগের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী কার্যক্রম বন্ধ করে দেন।
এ ঘটনায় স্থানীয় দলীয় নেতৃবৃন্দ জানান, ‘পাবলিক টয়লেটের জায়গা দখল করে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে ঘর নির্মাণ করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এটা কখনোই দলের কাম্য নয়’। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আবিয়ার রহমান বলেন, ‘এখানে পূর্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ছিল। আম্পানের পরে ভঙ্গুর অবস্থা হওয়ার পরে সংস্কার কাজ করছি’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version