নভেম্বর ১২, ২০২০
তালায় সাংবাদিক নজরুল ইসলামের দাফন সম্পন্ন
তালা প্রতিনিধি : তালায় শ্রদ্ধা ও ভালোবাসায় বেদনা বিধুর পরিবেশে সবার প্রিয় সাংবাদিক নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জানাজা নামাজ শেষে জাতপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকাস্থ জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি করা হয়। সাংবাদিক নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবৎ লিভারসহ হৃদ্রোগের ভুগছিলেন। নামাজের জানাজায় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রমা. ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সাবেক চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, ব্যাংক কর্মকর্তা শাহিনুর রহমান, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকিম, জয়যাত্রা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্জলসহ তালা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রির্পোর্টাস ক্লাবের সাংবাদিকবৃন্দ, সদর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, দীপ্ত নিউজ পরিবার, তালা নিউজ পরিবার, সাতক্ষীরার আলো পরিবার, সাতক্ষীরা প্রেস পরিবার, বিবিসি সাতক্ষীরা পরিবারের সকল সাংবাদিকবৃন্দ, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও, সামাজিক-রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,609,321 total views, 978 views today |
|
|
|