নভেম্বর ১৫, ২০২০
ডাক্তার সাবিনা পারভীনের সনদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট : অপ-চিকিৎসায় জড়িত খুলনা জেনারেল হাসপাতালের ডা. সাবিনা পারভীন সাথী’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এক নারী। রবিবার (১৫ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান খুলনার পাইকগাছা উপজেলার বাসাখালী গ্রামের মো. সাইফুল ইসলাম গাজীর স্ত্রী শরিফা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছোট বোন দাকোপ থানার জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আরিফ হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন জরায়ুতে টিউমার আক্রান্ত হলে খুলনা জেনারেল হাসপাতালের ডা. সাবিনা পারভীন সাথী’র শরণাপন্ন হই। আল্ট্রাসনোগ্রাফী করে দেখার পর তিনি অপারেশনের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত ৫০ হাজার টাকা দেয়ার পর গত ২৭ আগস্ট আমার বোনের অপারেশন সম্পন্ন করেন ডা. সাথী। কিন্তু অপারেশনের পর থেকে জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজের প্রোফেসর ডা. সামছুন নাহার লাকীর কাছে নিয়ে যাই। তিনি আমার বোনের অবস্থা দেখে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করে দিতে বলেন। বিষয়টি জানতে পেরে সুচতুর ডা. সাবিনা পারভীন সাথী বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আমার বোন সুফিয়াকে সেখানে ভর্তি হতে দেয়নি। 8,605,200 total views, 13,079 views today |
|
|
|