নভেম্বর ৮, ২০২০
জেলা পরিষদের জমিতে প্রাচীর নির্মাণের অভিযোগ
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামে জেলা পরিষদের জায়গা ও গাছ পাকা প্রাচীর দিয়ে জবর দখল করার অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা যায়, কালিঞ্চী গ্রামের মো. নওশের ঢালীর পুত্র জামায়াত নেতা মো. আশরাফ ঢালী কাউকে তোয়াক্কা না করে জেলা পরিষদের জায়গা দখল করে পাকা প্রাচীর নির্মাণ করেছে। তার প্রাচীরের ভিতরে জেলা পরিষদের বড় একটি গাছ ঢুকিয়ে নিয়েছে। এ বিষয়ে আশরাফ ঢালী বলেন, ‘উক্ত জায়গা আমাদের। মাপ-জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ করে প্রাচীর দেওয়া হয়েছে’। জেলা পরিষদের শ্যামনগর উপজেলা কেয়ারটেকার সোহাগ হোসেন বলেন, আমি বিষয়টি জানার পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমার কথা অমান্য করে প্রাচীর দিয়েছে। আমি বিষয়টি জেলা সার্ভেয়ারকে অবগত করেছি। তিনি যদি কোন ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমি কি করতে পারি। জেলা পরিষদের সার্ভেয়ার বলেন, বিষয়টি আমি জানি না। যদি সরকারি জায়গা দখল করে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,879,785 total views, 7,733 views today |
|
|
|