Site icon suprovatsatkhira.com

জেন্ডার ও নারীর মানবাধিকার বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট : বেসরকারি এনজিও সংস্থা ‘সহায়’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ কর্তৃক গত ০৯ নভেম্বর হতে ১০ নভেম্বর পর্যন্ত দু’দিন ব্যাপী জেন্ডার ও নারীর মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিশেষত সদর উপজেলার সকল দপ্তরের সরকারী কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণটি সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেন্ডার সমতা এবং নারীর মানবাধিকার বাস্তবায়নে করণীয় বিষয়ে উল্লেখযোগ্য দিক নির্দেশনা প্রদান করা হয়। সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ঝওউঅ) এর অর্থায়নে এবং সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় সুশীল সমাজ ও সরকারি প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পটি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে বাস্তবায়ন করে আসছে। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্ত, সহায় এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী, মেহেদী হাসান, প্রোজেক্ট ফ্যাসিলিটেটর হিসাবে ছিলেন শোকর আলী, ফাতেমা আমজাত, লুৎফুননেছা, ফাইন্যাস অফিসার ডালিয়া ইয়াসমিন, ও সাপোর্ট স্টাফ ইব্রাহিম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version