Site icon suprovatsatkhira.com

কাল থেকে অনুমতি মিলছে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের

হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (০৫ নভেম্বর) থেকে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণে জেলেদের সুন্দরবনে প্রবেশের অনুমতি মিলেছে। বুধবার (০৪ নভেম্বর) বুড়িগোয়ালিনী বন বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের অনুমতি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন উপক‚লীয় জেলেরা। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা আশপাশের উপক‚লীয় জেলেরা ৫ নভেম্বর সকাল থেকে সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জের স্টেশন অফিস থেকে নৌকা ও ট্রলারসহ নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমা দিয়ে মাছ-কাঁকড়া আহরণের অনুমতিপত্র (বিএলসি) সংগ্রহ করতে পারবেন। মাছ ও কাঁকড়া আহরণের জন্য স্টেশন অফিস থেকে বিএলসি (অনুমতি) নেওয়া জেলেরা সুন্দরবনের নদী-খালে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করতেও পারবেন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জানান, ‘বৃহস্পতিবার থেকে মাছ ও কাঁকড়া আহরণের জন্য জেলেদের অনুমতি দেওয়া হচ্ছে। তবে জেলেরা সুন্দরবনে মাছ ও কাঁকড়ার বাইরে অন্যকিছু শিকার করতে পারবে না। কেউ যদি মাছ-কাঁকড়া আহরণের পাস নিয়ে সুন্দরবনে অবৈধ কাজের ঘাটি বানানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version