Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে হামলার অভিযোগে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে শামিম হোসেন (৩৬) নামে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে। হামলার স্বীকার ওই যুবকের মা হাসিনা বেগম (৪৫) বাদী হয়ে ৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, শীতলপুর গ্রামের শেখ মেহের আলীর সাথে একই গ্রামের মৃত শহর আলীর ছেলে শেখ জাহাঙ্গীর হোসেন (৪৫) গংদের ঘের দিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে শেখ মেহের আলীর ছেলে শামিম হোসেন (৩৬) তার হারিতে নেওয়া ঘের হতে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা শেখ জাহাঙ্গীর হোসেন (৪৫), তার স্ত্রী রাজিয়া খাতুন শিল্পী (৩৭), ছেলে সারাফাত হোসেন (২০), জাহাঙ্গীরের ভাই আলমগীর হোসেন (৪০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন বে- আইনি জনতা-বন্ধে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ নিয়ে ভুক্তভোগী শামিম’র উপর হামলা করে। এসময় তার চিৎকারে মা হাসিনা বেগম (৪৫) এগিয়ে আসলে জাহাঙ্গীর গং তাকেও বে-আব্রæ করত শ্লীলতাহানি ঘটায়। পরবর্তীতে জাহাঙ্গীর গং ভুক্তভোগী শামিম হোসেনের কাছে থাকা নগদ ৭ হাজার টাকাসহ মাছ কেড়ে নেয় বলে এজাহারে উল্লেখ্য রয়েছে। এরপর স্থানীয়রা গুরুতর জখম শামিম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version