ডেস্ক রিপোর্ট : কালিগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শুক্রবার রাতে কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত পুলিশ নিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত জানান, কুষ্টিয়া সদরের চঞ্চল ভট্রাচার্যের ছেলে পুলিশ কনস্টেবল মিঠুন ভট্রাচার্যের সাথে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের উৎপল আচার্য’র স্কুল পড়–য়া মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের কাছে খবর আসে বাল্যবিবাহের। তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি পুলিশ সদস্যদের নিয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়েতে বাধা দেন। এ সময় স্কুল ছাত্রীর বাবা কুশুলিয়া ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরিত জন্ম সনদ দেখান। তবে ওই সনদ নির্বাহী কর্মকর্তা ইন্টারনেটে সার্চ নিলে সেটি ভুয়া প্রমাণিত হয়। পরবর্তীতে কুশুলিয়া ইউপি চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি বলেন, তার স্বাক্ষর জাল করে ওই সনদ তৈরি করা হয়েছে। এ খবর বরপক্ষ জানতে পেরে কনের বাড়িতে আসার মধ্য রাস্তা থেকে ফিরে যায় বলে জানান তিনি।
কালিগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/