দেবহাটা প্রতিনিধি : নিখোঁজের প্রায় ১মাস অতিবাহিত হলেও সন্ধান মেলেনি দেবহাটা পারুলিয়ার মনিরুল ইসলাম মোল্যা (৩২) নামের এক যুবকের। মনিরুল ইসলাম পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের মুরশিদ আলম মোল্যার ছেলে। মনিরুলের পিতা জানান, মনিরুল গত ১০/১০/২০২০ তারিখ শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পাওয়ায় গত ইং ২৭/১০/২০২০ তারিখে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং ৯০২, তাং-২৭/১০/২০২০ ইং। কোন ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে মরিুলের পরিবারের নিকট অথবা ০১৯৫০-১৩৮৭০৭ নাম্বারে যোগাযোগ করার আহŸান জানিয়েছেন অসহায় পরিবার।