নভেম্বর ৩০, ২০২০
আস্থা বাড়ছে গ্রাম আদালতে
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : গ্রাম আদালতে স্বল্প খরচে মামলা দিয়ে দ্রæত সমাধান হওয়ায় গ্রাম আদালতের উপর পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নে মানুষের আস্থা বাড়ছে। মাত্র ১০ টাকা ফি দিয়ে ফৌজদারি এবং ২০ টাকা ফি দিয়ে দেওয়ানি মামলা দায়ের করে অল্প সময়ে সকল সমস্যার সমাধান পাওয়ায় ইতিমধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছে গ্রাম আদালত। গ্রাম আদালতের সুবিধা নেওয়া সাইফুল ইসলাম জানায়, ‘আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে দীর্ঘ দুই বছর বিভিন্ন জায়গায় ঘুরে কোন সমাধান না পেয়ে অবশেষে চেয়ারম্যানের পরামর্শে মাত্র ২০ টাকা ফি দিয়ে খলিষখালী গ্রাম আদালতে মামলা দিয়েছিলাম। এরপর তিন মাসের মধ্যে আমার সেই সমস্যা গ্রাম আদালতের মাধ্যমে সমাধান হয়েছে। আমি সকলকে পরামর্শ দেবো যে কোন জটিল বিষয়ে উচ্চ আদালতে না গিয়ে গ্রাম আদালতে মামলা করতে’। ইউনিয়ন গ্রাম আদালত সূত্রে জানা গেছে, গ্রাম আদালতের নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে আবেদনকারী ও প্রতিবাদী তার মামলা নিষ্পত্তি করতে পারবেন। ছোট-খাট ঝামেলায় থানা পুলিশ কিংবা কোট-কাছারি করতে হচ্ছে না ইউনিয়নবাসীর। খলিষখালী গ্রাম আদালত সহকারী আহসান উল্লাহ জানান, ‘জুলাই ২০১৭ থেকে অক্টোবর ২০২০ পর্যন্ত ১শ’ ৯৮ টি মামলা গ্রাম আদালতে হয়েছে। এর মধ্যে ১শ’ ৯৪ টি মামলা আপোষ, প্রাক বিচারে ও শুনানিতে নিষ্পত্তি হয়েছে। বাকি ৪ টি মামলা খারিজ এবং ফেরত দেওয়া হয়েছে’। খলিষখালী ইউপি চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক মো. মোজাফ্ফর রহমান বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি ইউনিয়নের নাগরিকের মধ্যে আইনি সহায়তা ও সুবিচার নিশ্চিত করা। সেই কারণে আমি দায়িত্বে আসার পর থেকেই গ্রাম আদালতের সভা, সেমিনার, উঠান বৈঠক করে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করে আসছি। এছাড়াও আমাদের লক্ষ্য হচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যদিও বর্তমান সময়ে দেশে মহামারি করোনা ভাইরাস বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তারপরও চেষ্টা করে যাচ্ছি সরকারের মহতী এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য। সর্বোপরি তিনি গ্রাম আদালতের কার্যক্রমের ধারা অব্যাহত রাখার দৃঢ়তা ব্যক্ত করেন’। 8,571,588 total views, 10,293 views today |
|
|
|