Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বিনামূল্যে বীজ ধান বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ‘বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য একটি বায়ার প্রচেষ্টা’ ব্যানারে কৃষকদের উন্নতজাত ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ‘বায়ার’ এ অনুষ্ঠানের আয়োজন করে। বায়ার’র টেরিটরি অফিসার কৃষিবিদ সুব্রত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বীজ বিতরণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের ৩৩৩ কৃষককে ৩ কেজি করে তেজগোল্ড হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version