নিজস্ব প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে শিশু কিশোরদের খেলার মাঠে ফিরিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বঙ্গবন্ধুর আদর্শের যুবসমাজ বিনির্মাণের লক্ষ্যে আশাশুনিতে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এ সরঞ্জাম বিতরণ করেন। শোভনালী ইউনিয়নের সরাফপুর অগ্রণী যুব সংঘের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস ঐতিহ্যবাহী ক্লাবটির পক্ষে ফুটবল ও ভলিবল গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ বাচ্চু, রাজু আহম্মেদ পিয়াল, বদিউজ্জামান মন্টু ও যুব সংঘের কর্মকর্তা সদস্যবৃন্দ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/