অক্টোবর ১০, ২০২০
শ্যামনগরে বিকাশ প্রতারনায় খোয়া গেল সতের হাজার পাঁচশত টাকা
নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: থেমে নেই বিকাশ প্রতারক চক্র। দিনের পর দিন এক শ্রেনীর প্রতারক কৌশলে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে বিকাশের টাকা। তাদের হাত থেকে এবার রক্ষা পেল না এক অসহায় গৃহবধু। জানা যায় , শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এক গৃহবধু বিকাশের প্রতারনার ফাঁদে পড়ে সতের হাজার পাঁচশত টাকা হারিয়েছে। ভুক্তভোগী গৃহবধু কৈখালী ইউনিয়নের বোশখালী গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মোছাঃ আরিফা খাতুন। শনিবার সকাল ১১.০৪ মিনিটের দিকে আরিফার ০১৯২৯০৩৭৯২০ মোবাইল নং এ ০১৬০১৪৫২০৭৮ ও ০১৬০৮৪৯২৩৮৫ নং থেকে ফোন আসে প্রতারক চক্রের। এ সময় প্রতারক চক্র আরিফার বোন নাজমাকে খোজে এবং বলে নাজমার বিদ্যালয়ের উপবৃত্তির টাকা এককালীন আঠার হাজার পাঁচশত টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হবে । আরিফা তার উক্ত মোবাইল নং এ বিকাশ করা আছে বলে জানালে প্রতারক চক্র কৌশলে আরিফার বিকাশের পিনকোড গ্রহন করে। প্রতারক চক্র বিকাশে আঠার হাজার পাঁচশত টাকা পেতে হলে তার বিকাশ নং এ সতের হাজার পাঁচশত টাকা ডুকাতে বলে এবং কথাটি কাউকে বলতে নিষেধ করে। আরিফা সলর মনে কথাটি কাউকে না জানিয়ে ভেটখালী বাজারে ফললুর ফ্রেক্সিলোডের দোকান থেকে তার বিকাশে উক্ত টাকা ডুকাই। ডুকানোর কিছুক্ষন পরে আরিফা প্রতারক চক্রের মোবাইল নং ফোন দিলে ফোন রিসিভ না করে ফোন অফ করে দেয়। আরিফার অবস্থা দেখে ফজলু তার কাছে বিয়টি জানতে চাইলে সে বিষয়টি বলে। নাজমার বিকাশ একাউন্ড চেক করে দেখা যায় প্রতারক চক্র কৌশলে টাকাটি উত্তলন করে নিয়েছে। এর পর থেকে বিভিন্ন মোবাইল নং থেকে প্রতারচক্রের উক্ত মোবাইল নং দুটিতে ফোন দিলে ফোন রিসিভ করেনি। 8,957,184 total views, 12,934 views today |
|
|
|