নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে সুশীলনের আয়োজনে এবং পেনি এপেল’র সহযোগিতায় দুর্বল প্রবীণদের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রবীণদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা সহ তাদের ভালো রাখতে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাইকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, সমাজসেবা অফিসের কিরণ শংকর চ্যাটার্জি। অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পের লক্ষ উদ্দ্যেশ্য নিয়ে বিস্তার আলোচনা করেন সুশীলনের ডেপুটি ডাইরেক্টর রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলন নবযাত্রার লিটন বিশ্বাস।