অক্টোবর ২৪, ২০২০
শ্যামনগরে কৃষক সংলাপ
শ্যামনগর অফিস : শ্যামনগরে কৃষক সমাবেশে কৃষকদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বে-সরকারি সংস্থা নবলোক এ অনুষ্ঠানের আয়োজন করে। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে অতিথি ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল হাসনাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম, ইউপি সচিব আমিনুর রহমান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জি এম মাহফুজুর রহমান, ব্রজেন্দ্রনাথ রায়, নবলোক এর প্রকল্প কর্মকর্তা মো. আবু কাসেদ, প্রকল্প সমন্বয়কারী আব্দুল গফুর, প্রকল্প ফ্যাসিলিটেটর মো. কাজী হাসিবুল হাসান ও নাছিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষক সমাবেশে নবলোক এর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন স্বক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করণ প্রকল্পের নারী ও পুরুষ কৃষকের ভূমিকা নিয়ে নারী কৃষকগণ তাদের এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আলোচনায় অংশ গ্রহণ করেন। 8,812,528 total views, 18,773 views today |
|
|
|