অক্টোবর ১৪, ২০২০
প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শ্যামনগরে মিছিল ও সমাবেশ
শ্যামনগর অফিস : ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের অধ্যাদেশ জারি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শ্যামনগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় আমরা শ্যামনগরবাসীর আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিশেষ পিপি, ইউপি চেয়ারম্যান অ্যাড. এস এম জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে বিশাল মিছিল শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর সদরের শেখ রাসেল স্কয়ারে শেষ হয়। অ্যাড. এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহিদ সুমন, আওয়ামী লীগ নেতা জি এম রেজাউল করিম, সোহেল রানা (বাবু), এম মারুফ বিল্লাহ, কৃষকলীগ সভাপতি মনজুর এলাহী, যুবলীগের যুগ্ম-আহবায়ক গাজী আব্দুল মজিদ সহ সুশীল সমাজ, উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 8,958,064 total views, 13,814 views today |
|
|
|