নিজস্ব প্রতিনিধি : নদী ভাঙন রোধে আশাশুনিতে চলমান সংঘের উদ্যোগে কেওড়া বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকালে আশাশুনি সদরের চলমান সংঘ সংলগ্ন মরিচ্চাপ নদীর চরে এ বৃক্ষ রোপণ করা হয়। নদী ভাঙন এবং সামাজিক বনায়ন গড়ার লক্ষে চলমান সংঘ কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরিচ্চাপ নদীর চরে রোপণকৃত কেওড়া গাছগুলো ভবিষ্যতে সবুজ বনায়নের পাশাপাশি নদী ভাঙন রোধে কাজ করবে এবং সদরে একটি মনোরম পরিবেশ সৃষ্টি করবে। এ সময় উপস্থিত ছিলেন চলমান সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. মহিতুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দীপন কুমার মন্ডল, রবিউল ইসলাম ছোট, সাহেব আলী, আহসান উল্লাহ বাবলু, রজব আলী, জগদীশচন্দ্র সানা, ইকবাল হোসেন প্রমুখ।