অক্টোবর ২, ২০২০
গাবুরায় নদী ভাঙন ঝুঁকিতে কয়েক কিলো মিটার বেড়িবাঁধ
হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী তীরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা দৃষ্টিনন্দন এলাকা থেকে ডুমুরিয়া ঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার নদীর চরের বনায়ন ও বেড়িবাঁধ মারাত্মক ভাঙন ঝুঁকিতে রয়েছে। তারমধ্যে সোরা এলাকার সরকারি স্থাপনা দৃষ্টিনন্দন বর্তমানে বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, ‘যে কোন সময় প্লাবিত হতে পারে। পুনরায় তলিয়ে যেতে পারে ইউনিয়নের কয়েকটি গ্রাম। বারবার ভাঙন হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াব্দার সন্নিকটে চলে এসেছে গাবুরার ঐতিহ্যবাহী বনায়ন সমৃদ্ধ ৯নং সোরার নদী চর’। সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন জানান, আমাদের মতে কলাগাছিয়া নদীর স্রোত প্রবাহের কারণে দৃষ্টিনন্দনের ভাঙন এলাকায় জি আই বস্তা, বøক ইত্যাদি ফেলে সমগ্র এলাকার ভাঙন রোধ করা সম্ভব হবে। 8,947,973 total views, 3,723 views today |
|
|
|