অক্টোবর ১৩, ২০২০
কালিগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা দায়েরের পর যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় মাফিজুল ইসলাম (২৪) নামে এক সহকারী রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুলিয়া দুর্গাপুর গ্রামের মৃত মেনা মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের পোর্ট বসন্তপুর গ্রামের মেয়ে ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মাফিজুল। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে সে। সর্বশেষ চলতি বছরের ২২ মে রাত ৯ টার দিকে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে মাফিজুল তাকে আবারও ধর্ষণ করে। বিষয়টি জানার পর স্কুল-ছাত্রীর পিতা বাদী হয়ে গত ১২/১০/২০২০ তারিখে থানায় মামলা-১৭(১০)২০ দায়ের করেন। এর প্রেক্ষিতে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডলের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাফিজুলকে আটক করে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি । 8,956,755 total views, 12,505 views today |
|
|
|