অক্টোবর ১৩, ২০২০
কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে কালিগঞ্জে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সারাদেশের ন্যায় দুর্যোগ মোকাবেলায় কালিগঞ্জ উপজেলায় এনজিওগুলোর ভূমিকা ও বাস্তবমুখী পরিকল্পনা প্রশংসনীয়। প্রতিবছর বাংলাদেশ এক বা একের অধিক দুর্যোগ মোকাবেলা করে থাকে যেমন-বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলাবদ্ধতা, ভারী বর্ষণ, শৈত্যপ্রবাহ ইত্যাদি। সকল দুর্যোগে জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিশেষ করে আমাদের উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণ যে ভূমিকা পালন করেন সেটি খুবই প্রশংসনীয় এবং এমন কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানাই। আমি আশা করি ভবিষ্যতে সকল প্রকার দুর্যোগ মোকাবেলা করতে কালিগঞ্জ উপজেলা সদা প্রস্তুত এবং সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় সকলেই একত্রে কাজ করব। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক রাসেল, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সাজেদুল হক সাজু প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ডবিøউএফপি এর প্রতিনিধি, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালী দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করা হয়েছে। 8,958,866 total views, 14,616 views today |
|
|
|