শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি : আগামী ৪-১৭ অক্টোবর সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার লক্ষে আশাশুনির শ্রীউলায় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওয়ারিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ ওয়ারিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডলের পরিচালনায় ওয়ারিয়েন্টেশন সভায় ইউপি সদস্যা তহমিনা জোয়ার্দার, ইউপি সদস্য ইয়াছিন আলী, আব্দুল হান্নান, পরিবার কল্যাণ পরিদর্শিকা কোহিনুর আক্তার বানু, স্বাস্থ্য সহকারী রাফেজা খানম, আবু জামান, আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
8,953,797 total views, 9,547 views today