নিজস্ব প্রতিনিধি : ‘সংঘাত নয় সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) সকালে আশাশুনির জনতা ব্যাংক মোড়ে পিস ফ্যাসিলিটেটর গ্রæপের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল-ফারুক, আশাশুনি হিন্দু মহাজোটের সভাপতি ডা. আশুতোষ রায়, পিস প্রেসার গ্রæপের কো-অর্ডিনেটর সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, অ্যাম্বাসেডর আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস.কে হাসান, সাংবাদিক গোলাম মোস্তফা, এম এম সাহেব আলী, জগদীশ সানা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকার, কৃষকলীগ সদর ইউনিয়ন সভাপতি মধুসূদন রায়, প্রাক্তন প্রধান শিক্ষক তারাপদ হাওলাদার, সহকারী শিক্ষক মানষ সরকার প্রমুখ।