Site icon suprovatsatkhira.com

হাঁক-ডাকে মুখরিত পারুলিয়া বাজারের কাঁশারী পট্টি

কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী কাঁশারী পট্টি একটি স্বনামধন্য ব্যবসায়ী এলাকা। প্রতিদিন অসংখ্য মানুষের হাঁক-ডাকে মুখরিত থাকে এ কাঁশারী পট্টি। এলাকার ব্যবসায়ীরা সবাই ঢাকার বিক্রমপুর এলাকা থেকে ব্যবসা করার জন্য পারুলিয়া বাজারে ১৯৪২ সালে রহমান কাঁশারী নামে এক ব্যক্তি এখানে ব্যবসা বাণিজ্য শুরু করেন। প্রথমদিকে তাঁরা ফেরি করে বাড়ি বাড়ি সকল কাঁশারী সামগ্রী বিক্রয় করত। ব্যবসায় ব্যাপক সাফল্য আসায় আস্তে আস্তে ঢাকা থেকে মোমিন কাঁশারী, বারেক কাঁশারী, খালেক কাঁশারী সহ ৭জন ব্যবসায়ী পারুলিয়া বাজারে ব্যবসা শুরু করেন এবং বসতি স্থাপন করেন। পারুলিয়ার স্থানীয় বাসিন্দাদের সাথে তাদের পুত্র-কন্যাদের আত্মীয় সম্পর্ক গড়ে উঠায় তাদের গন্ডি অনেক বড় হয়েছে। পারুলিয়া বাজারে একই স্থানে ১৫টি বড় বড় কাঁশারী দোকান রয়েছে। এজন্য এর নামকরণ করা হয়েছে কাঁশারী পট্টি। এসব দোকানে সকল প্রকার অ্যালুমিনিয়াম, কাঁসা, পিতল,সিরামিক, বাড়ির ব্যবহার যোগ্য সকল প্রকার ক্রোকারিজ, প্লাষ্টিক সামগ্রী বিক্রয় করে থাকেন। ক্রেতারা একই স্থানে তাঁদের পছন্দ মত দেশি -বিদেশি বিভিন্ন ধরনের ক্রোকারিজ সামগ্রী কিনতে পারে। এখানে জেলা বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা এসে তাঁদের পছন্দের জিনিসপত্র ক্রয় করে থাকেন। এ বিষয়ে কাঁশারী পট্টির ব্যবসায়ী রহমান কাঁশারীর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম (শফি) প্রতিবেদককে বলেন, আমাদের পিতা- দাদারা এ এলাকায় বহু বছর আগে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। এলাকার মানুষের ঘরে ঘরে সকল প্রকার কাঁশারী সামগ্রী বাড়ি বাড়ি সরবরাহ করতেন। ফলে এলাকায় আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, কেনা-বিক্রি আগে যে ভাবে হয়েছে এখন আর সে ভাবে হচ্ছে না, বিশেষ করে করোনার কারণে আমাদের ব্যবসা মন্দা যাচ্ছে। ইতিমধ্যে ২টি দোকান বন্ধ হয়ে গিয়েছে। যা চালু আছে তাও ভর্তুকি দিয়ে পরিচালিত হচ্ছে। এমতবস্থায় সরকার যদি আমাদের স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। এ বিষয়ে পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও পারুলিয়া বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমার জন্মের আগে এখানে কাঁশারীরা ব্যবসা বাণিজ্য শুরু করেন। এখন এদের সংখ্যা অনেক। আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সুযোগ- সুবিধা প্রদান করা হচ্ছে। ব্যবসায়ী ও যে কোন সমস্যায় আমরা সহযোগিতা করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version