Site icon suprovatsatkhira.com

সাবেক উপ সচিব আব্দুল হামিদের মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি : সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ারের এসোসিয়েশন আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ (উপ-সচিব অব:) এর প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন, এসোসিয়েশনের সভাপতি ডা:সুশান্ত কুমার ঘোষ। সভায় আব্দুল হামিদ (উপ-সচিব অব:) এর কর্মজীবন ও এসোসিয়েশনে তার অবদান এবং ভ‚মিকা নিয়ে স্মৃতি চারণ করে স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবেদুর রহমান। বক্তব্য রাখেন, সহ-সভাপতি প্রফেসর আব্দুল হামিদ( অধ্যক্ষ অব:), ভ‚ধর সরকার(অধ্যাপক অব:), ফজলুর রহমান(যুগ্ম প্রধান অব:, স্বাস্থ্য ও প:প:) সিনিয়র আইনজীবী এড. অরুন ব্যানার্জি, যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী কমিটির সদস্য শহীদুর রহমান।
দ্বিতীয় পর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ডা: মাছুদুর রহমান(সহকারী পরিচালক অব: ইসলামিক ফাউন্ডেশন)।
সভায় আরো উপস্থিত ছিলেন, প্রফেসর এস এম এম আব্দুল ওয়াহেদ(অধ্যক্ষ অব:), প্রফেসর লিয়াকত পারভেজ(অধ্যক্ষ অব:), অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন, হাসান ইমাম(পরিচালক অব: প্রাণি সম্পাদক অধি:), প্রকৌশলী আব্দুর রশিদ, দিলিপ কুমার চ্যটার্জি, এড.মোস্তফা আসাদুজ্জামান দিলু, আব্দুস সোবহান, আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল এবং মরহুম আব্দুল হামিদের পরিবারবর্গ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version