অক্টোবর ১৭, ২০২০
সাতক্ষীরা পৌরসভায় পিচ ও আরসিসি ঢালাই রাস্তা নির্মানের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ০৯টি পিচ ও আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ০১ নং ওয়ার্ডে রফিকুলের বাড়ি হতে মন্দির অভিমুখে ১৫৭৫ ফুট রাস্তা ২৫ লক্ষ ৪৪ হাজার ১শ’১৬ টাকা ব্যয়ে পিচের রাস্তা, পৌরসভার ০২ নং ওয়ার্ডে মুনজিতপুরে আকবরের বাড়ি অভিমুখে আবুলের বাড়ি পর্যন্ত ৮শ ৩৬ ফুট আরসিসি রাস্তা ২৫ লক্ষ ৪১ হাজার টাকা ব্যয়ে, পৌরসভার ০৩ নং ওয়ার্ডে ফরহাদ স্টোর অভিমুখে সালেহা আপার বাড়ি পর্যন্ত ১১শ’৪৮ ফুট আরসিসি রাস্তা ৩৬ লক্ষ ২১ হাজার ৫শ’৫ টাকা ব্যয়ে, পৌরসভার ০৪ নং ওয়ার্ডে নুরুল হকের বাড়ি অভিমুখে সরদারপাড়া মসজিদ অভিমুখে আরসিসি ১৬শ’ ৪০ ফুট রাস্তা ৪০ লক্ষ ৭১ হাজার ৪শ’৭৪টাকা ব্যয়ে, পৌরসভার ০৫ নং ওয়ার্ডে কুখরালী ঈদগাহ ব্রিজ হতে রাজুর বাড়ি পর্যন্ত ২৪৯২ ফুট পিচের রাস্তা ২৭ লক্ষ ৪৯ হাজার ৯শ’৯০ টাকা ব্যয়ে ও এল্লারচর রাস্তা হতে পার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ২৪৪৩ ফুট পিচের রাস্তা ২৯ লক্ষ ১৬ হাজার ৮শ’৮৫ টাকা ব্যয়ে, পৌরসভার ০৭ নং ওয়ার্ডে বাঙালের মোড় হতে ইটাগাছা জামে মসজিদ পর্যন্ত ১৮৫৩ ফুট পিচের রাস্তা ৩৭ লক্ষ ২১ হাজার ৮শ’১৯ টাকা ব্যয়ে, পৌরসভার ০৮ নং ওয়ার্ডে কামালনগর আবুল কাশেম ভাদোল রোড ৩৭৮৮ ফুট পিচের রাস্তা ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭শ’৮৪ টাকা ব্যয়ে ও পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রোজ গার্ডেন স্কুল থেকে খুলনা রোড মোড় পর্যন্ত পিচের রাস্তা ২৩৯৫ ফুট ৩৬ লক্ষ ৯১ হাজার ১শ ৪৭ টাকা ব্যয়ে পৌরসভার এ ০৯টি রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,962,622 total views, 18,372 views today |
|
|
|