ডেস্ক রিপোর্ট : আশাশুনির শ্রীউলায় ইপিআরসির সহযোগিতায় অর্ধ-শতাধিক পরিবারের মাঝে সাবান বিতরণ করা হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ইউনিসেফের অর্থায়নে ইপিআরসির সহযোগিতায় পরিবার প্রতি ৪টি করে সাবান প্রদান করা হয়। এ সময় সুবিধাভোগী পরিবারের সদস্যদের স্বাস্থ্যসম্মত ভাবে হাত ধোয়ার জন্য সচেতন করা হয়। অনুষ্ঠানে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মো. রাশিদুল আলম (রাশেদ), ওয়াশ মোটিভেটর শ্যামলী বিশ্বাস, সিবিও সভাপতি আনারুল ইসলাম, সিবিও সভাপতি আব্দুর গনি সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/