Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে দুর্যোগ প্রশমন দিবসে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপক‚লীয় শ্যামনগর উপজেলায় বারসিকের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম এবং উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির উদ্যোগে ‘মহামারি ও দুর্যোগ মোকাবেলায় যুবরাই অগ্রগামী’ বিষয়ক এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে যুবরা। মানববন্ধন কর্মসূচিতে এলাকার স্থানীয় যুব, কৃষক, সাংবাদিক ও উন্নয়ন কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। বর্তমান সময়েরে মহামারি করোনা এবং উপক‚লীয় এলাকায় যে প্রতিনিয়ত দুর্যোগ হয়ে থাকে সেগুলোর কথা বিবেচনা করে যুবরা মানববন্ধনে কিছু দাবি উত্থাপন করা হয়। দাবি গুলো MAKS HANDWASH DISTANCE, FOLLOW THE COVID-19 Health Rules, We Are DRR SMART Youth We Follow Covid-19 Rules, Stop Violence Against Wome and Child Reduce the Disaster Risk, দুর্যোগ কমিটিতে যুব প্রতিনিধি চাই, নারী নির্যাতন রুখে দাঁড়াও দুর্যোগে বাঁচার সক্ষমতা বাড়াও, বাল্য বিবাহ বন্ধ করি দুর্যোগ দুর্যোগ ঝুঁকি হ্রাস করি। উপরোক্ত দাবি উত্তাপনের সাথে সাথে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version