Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে আলুর বাজার নিয়ন্ত্রণহীন: ব্যবস্থা গ্রহণ জরুরী

নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : সরকার নির্ধারিত মূল্যকে উপেক্ষা করে শ্যামনগর উপজেলার প্রতিটি হাট-বাজারে চড়া দামে আলু বিক্রির অভিযোগ উঠেছে। ক্রেতারা বলছেন বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্ধারিত মূল্য ছাড়াও কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি মূল্য দিয়ে আলু বিক্রি করা হচ্ছে। উপায়ন্তর না পেয়ে কোন কোন ক্রেতা বেশি দাম দিয়ে কিনছেন আবার কেউ আলু না কিনেই বাড়ি ফিরছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, আলুর ক্রয় মূল্যের সাথে খরচ ও লভ্যাংশ যোগ করে যে মূল্য আসে তাতে নির্ধারিত মূল্যে বিক্রি করলে লোকসান গুনতে হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার নকিপুর, ভেটখালী, নূরননগর, মুন্সিগঞ্জসহ বেশ কিছু বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এসব বাজারে আলু ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে ভেটখালী বাজারের খুচরা ব্যবসায়ী আইয়ুব, কানাই সাহা, আঃ রাশেদ গাজী, নূর ইসলাম বাবু জানায়, ‘আমাদের বেশি দামে আলু ক্রয় করতে হচ্ছে। এ কারণে বেশি দামে বিক্রয় করতে হচ্ছে। এক বস্তা আলু মৌতলা থেকে আনতে খরচ হয় ৪০ টাকা ও আড়তে বল্টু হিসাবে বস্তা প্রতি ১০ টাকা দিতে হয়। উপজেলার অধিকাংশ খুচরা ব্যবসায়ীরা মৌতলা থেকে কাঁচামাল সংগ্রহ করে থাকে। কোন ওজুহাত পেলেই মৌতলার আড়তদার মাল মজুত করে চড়া দামে বিক্রয় করে। আর এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা লাগামহীন দামে কাঁচামাল বিক্রয় করে’। এ বিষয়ে মৌতলা মেসার্স তুফান এন্টার প্রাইজ, মেসার্স একতা এন্টার প্রাইজে যোগাযোগ করা হলে তারা বিভিন্ন ওজুহাতে বিষয়টি এড়িয়ে যান। মেসার্স জয়েন্ট বাণিজ্য ভান্ডারের খোকন বলেন, ‘আমাদের বেশি দামে কিছু আলু ক্রয় করা ছিল। এ কারণে বেশি দামে বিক্রয় করা হচ্ছে। দুই তিন দিনের মধ্যে আলুর দাম কমে বিক্রয় হবে’। শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার আ,ন,ম আবুজার গিফারী ও এসিল্যান্ড মো. আব্দুল হাই সিদ্দীক বলেন, ‘অতি দ্রæত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version