নিজস্ব প্রতিনিধি: ভেড়িবাঁধের সম্মুখ ঢালকে বৃক্ষরোপণের মাধ্যমে জলোচ্ছাসের হাত থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকায় জান-মাল ও কৃষিজমিকে রক্ষা করতে চর বনায়ন অত্যন্ত জরুরি । বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, নদীর বাঁধ বরাবর বহুবর্ষজীবী বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় সবুজবেষ্টনী দেশের ক্ষয়িষ্ণু বনভূমির পরিমাণ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় মুজিব বর্ষ উপলক্ষে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে উপজেলা প্রশাসন শ্যামনগরের উদ্যোগ ও বন গবেষণা অঞ্চল খুলনা এর সহযোগিতায় গাবুরার খোলপেটুয়া চরে সবুজায়ন করতে বৃক্ষ রোপন করা হয়েছে। রবিবার(১১ অক্টোবর) সকাল ৯ টায় এই কর্মসূচির উদবোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এসময় খোলপেটুয়ার চরে ৩ হাজার ম্যানগ্রোভ প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, ইউপি সদস্য ফজলুল হক। বনায়ন কর্মসূচিতে শিশুরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশনেয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউপি সদস্য ফজলুল হককে প্রধান করে বন রক্ষা কমিটি তৈরি করে দেন। এই বনায়ন দেখভালের দায়িত্ব এই কমিটির উপর ন্যস্ত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
শ্যামনগরের খোলপেটুয়ার চরে বৃক্ষ রোপণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/