নিজস্ব প্রতিনিধি : মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৫ম খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায় নামাজগড় মাঠে অনুষ্ঠিত খেলায় মৌতলা ইউপি’র ৪নং ওয়ার্ড ৩-১ গোলের ব্যবধানে ৭নং ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করেছে। ম্যাচ সেরা নির্বাচিত হন ৪নং ওয়ার্ড ফুটবল একাদশের ২নং জার্সিধারী খেলোয়াড় দিপু। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও মেহেদী হাসান বাবু। আওয়ামী লীগ নেতা শেখ মাহবুবুর রহমান সুমন এর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ। তিনি ‘‘মাদককে না বলে ফুটবলকে হ্যাঁ বলুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছর যাতে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা যায় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।