Site icon suprovatsatkhira.com

মৌতলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের তৃতীয় খেলা গোল শূন্য ড্র

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের তৃতীয় খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) বিকেলে ইউনিয়নের নামাজগড় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় ৩নং ওয়ার্ড ফুটবল একাদশ এবং ৬নং ওয়ার্ড ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। পুরো সময় জুড়ে দফায় দফায় চেষ্টার পরও কোন পক্ষ গোল করতে পারেনি। ফলে ফলাফল গড়ায় গোল শূন্য ড্র। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন শিমুল হোসেন। সহাকারী ছিলেন শহিদুল ইসলাম ও শাহারিয়ার। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় ৩নং ওয়ার্ডের গোল রক্ষক জাহাঙ্গীর হোসেন। খেলায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version