Site icon suprovatsatkhira.com

মেয়ে হত্যার বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

শ্যামনগর অফিস : শ্যামনগরে কন্যা হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুন্সিগঞ্জ গ্রামের মফিজ উদ্দীন গাজীর পুত্র রফিকুল ইসলাম। লিখিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তার কন্যা মরিয়ম বেগম (১৯) এর সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক ঈশ্বরীপুর গ্রামের আবু বক্কার গাইনের পুত্র নাইমুর হোসেন সোহাগের বিয়ে হয়। বিয়ের পর থেকে মরিয়ম বেগমকে যৌতুকের দাবিতে সোহাগ নির্যাতন করত। এক পর্যায়ে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক দেড়টায় ৬ মাসের অন্তঃস্বত্তা মরিয়মকে শ্বাস-রোধ করে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে বলে মোবাইল ফোনে রফিকুল ইসলামকে জানায়। রফিকুল ইসলাম সোহাগের বাড়িতে গিয়ে মেয়ের লাশ ঘরের মেঝেতে দেখতে পায়। এ ঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু ৩১ নং মামলা হয়েছে। রফিকুল ইসলাম তার কন্যা মরিয়ম বেগমের হত্যাকারীর সুষ্ঠু বিচারের দাবিতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version