অক্টোবর ২৮, ২০২০
মুজিববর্ষে এমপি রবি বিনামূল্যে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয় চত্বরে এসব গাছের চারা বিতরণ করা হয়। জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। এজন্য বৃক্ষরোপণ করা সকলের নৈতিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনা দেশের সকলকে বৃক্ষ রোপণের জন্য আহŸান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ প্রকল্পের মাধ্যমে তালের চারা রোপণের প্রতি গুরুত্ব দিয়েছেন। বজ্রপাত নিরোধের জন্য তাল গাছ একাটা বড় ভূমিকা রাখে। এ সময় এমপি রবি উপস্থিত সকলকে একটি করে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করার আহŸান জানান’। 8,427,264 total views, 678 views today |
|
|
|