Site icon suprovatsatkhira.com

মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : কালিগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদক ব্যবসায়ী পরিবার কর্তৃক কলেজ ছাত্রকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের কুলিয়া দুর্গাপুরের মেনা মোল্লার ছেলে শফিকুল ইসলাম। তিনি বলেন, আমার ভাই মাহাফিজুল ইসলাম সখিপুর কলেজে বিএ অনার্সের ছাত্র। আমরা দরিদ্র পরিবার হওয়ায় লেখাপড়ার পাশাপাশি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করি। জমি জমা সংক্রান্ত বিষয়ে কালিগঞ্জের বসন্তপুর গ্রামের সাগর শিকদারের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। উক্ত সাগর নিজে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। জমি জমা নিয়ে আমাদের হয়রানির করার জন্য সাগর প্রায়ই হুমকি দিতো। সম্প্রতি আমার ভাই কলেজ ছাত্র মাহাফিজুল ইসলাম মাদকসহ সাগরকে আটকে পুলিশকে সহযোগিতা করে। প্রায় ১ মাস জেল হাজত খাটে সে। এ ঘটনায় সাগর তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে হয়রানির করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদিকে সারা দেশ ধর্ষণের প্রতিবাদ উত্তাল ঠিক তখনই প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওই মাদক ব্যবসায়ী সাগর নিজের কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে তার ৭ম শ্রেণির পড়–য়া কন্যা শারমিন সুলতানাকে দিয়ে ধর্ষণের নাটক সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ করে। এ ঘটনায় পুলিশ মাহাফিজুল ইসলামকে আটক করে জেলা হাজতে প্রেরণ করে। এই ধর্ষণ মামলার কোন ভিত্তি নেই। সম্পূর্ণ সাজানো এবং পূর্ব শত্রæতার জের ধরে মিথ্যা মামলা দায়ের করে। ধর্ষণের মামলা হলে অবশ্যই তার মেডিকেল টেস্ট লাগবে, ধর্ষণের আলামত লাগবে। কিন্তু ওই কন্যার মেডিকেল টেস্ট করা হয়নি এবং তার ধর্ষণের কোন আলামতও নেই। উক্ত মামলায় যে সময় ও স্থান উল্লেখ করা হয়েছে সেখান থেকে প্রায় ৫কিলোমিটার দূরে আমাদের বাড়ি কুলিয়াদূর্গাপুরে অবস্থান করছিল। প্রকৃতপক্ষে যেদিন আমার ভাই মাহাফিজুলকে আটক করা হয় সেদিন থানায় আমাদের সালিশ মীমাংসার কথা ছিল। সেখানে মাহাফিজুল উপস্থিত হলে সাগর শিকদারের মিথ্যা মামলায় তাকে আটক করে কারাগারে প্রেরণ করে। আমার ভাই মাহাফিজুল এলাকায় একজন ন¤্র ভদ্র শিক্ষার্থী হিসেবে পরিচিত। শুধু মাত্র মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে বিভিন্ন গণমাধ্যম ও পত্রপত্রিকায় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে সামাজিকভাবে হেয় এবং হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি ধর্ষিতার দ্রæত মেডিকেল টেস্ট করানো হোক এবং সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের বিশ্বাস মেডিকেল টেস্ট এবং সুষ্ঠু তদন্ত হলে আমরা ন্যায় বিচার পাব। ওই মাদক ব্যবসায়ী সাগর শিকদারের ষড়যন্ত্রের বিষয়টি পরিষ্কার হবে।
তিনি অবিলম্বে ধর্ষিতার মেডিকেল টেস্ট এবং সুষ্ঠু তদন্তপূর্বক মাহাফিজুল ইসলামকে মিথ্যা মামলায় দায় হতে অব্যাহতি ও মাদক ব্যবসায়ী সাগর কর্তৃক মিথ্যা মামলা করায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version