দেবহাটা প্রতিনিধি : ‘মাদক কে না বলি, জীবনকে সুন্দর করি’ এই ¯েøাগানকে সামনে রেখে এবং মাদকের বিরুদ্ধে দেবহাটার জনগণকে সচেতন করার লক্ষে সাইকেল র্যালির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) বিকাল ৪টায় ফেয়ার মিশনের আয়োজনের এ সাইকেল র্যালির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের উপদেষ্টা, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মহিউদ্দীন আহম্মেদ লাল্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক ও জেলা কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক আঃ কাদের মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের দেবহাটা উপজেলা শাখার প্রচার সম্পাদক রশীদুল আলম রশীদ। ফেয়ার মিশনের জয়েন্ট সেক্রেটারি উত্তম কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা রুহুল আমিন, মোস্তফা কামাল, জসিমউদ্দীন মিঠুন, নিজামউদ্দীন, মনিরুল ইসলাম, জাকির হোসেন, আসিফ ইকবাল, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম ফেয়ার মিশন সভাপতি আব্দুল্লা আল মামুন, সেক্রেটারি আরিফবিল্লা রানা ও কুলিয়া ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি শাহিন হোসেন, পারুলিয়া ইউনিয়ন সভাপতি আল আমিন, সেক্রেটারি সোহাগ হোসেন, সখিপুর সভাপতি ইমরান হোসেন সুমন হোসেন, সেক্রেটারি আসাদুল ইসলাম, গাজীর হাট শাখা সভাপতি আকাশ, সেক্রেটারি সবুজ, দেবহাটা ইউনিয়ন সভাপতি আসাদুল ইসলাম, সেক্রেটারি হাফিজুল ইসলাম, বদরতলা সভাপতি ইকবল হোসেন, সেক্রেটারি আলমঙ্গীর হোসেন সহ ফেয়ার মিশনের নীতি নির্ধারণী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২রা নভেম্বর, সোমবার, সকাল ৯ টায় কুলিয়া বহেরা বাজার থেকে শুরু হয়ে পারুলিয়া, সখিপুর, গাজীরহাট, দেবহাটা, টাউনশ্রীপুর হয়ে পারুলিয়া বাসস্ট্যান্ডে শেষ হবে সাইকেল র্যালিটি। চলতি পথে ৭টি পথসভা অনুষ্ঠিত হবে, পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। র্যালিতে ফেয়ার মিশনের ৩শত সাইক্লিষ্ট অংশগ্রহণ করবে, উদ্বোধনি অনুষ্ঠানে জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য রাখবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা করার লক্ষে দেবহাটায় সাইকেল র্যালির প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/