Site icon suprovatsatkhira.com

মাগুরায় অবৈধ ভাবে বালু উত্তোলন

মাগুরা (তালা) প্রতিনিধি : তালার উপজেলার মাগুরা ইউনিয়নের দলুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে পারমাদরা গ্রামের সরজিত বিশ্বাসের বিরুদ্ধে। নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে খলিষখালী ভূমি অফিসের কর্মকর্তার নির্দেশে বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই অফিসের অফিস সহকারী আক্তারুজ্জামান সরজমিনে ঘটনার সত্যতা পায়। তিনি জানান, ওই সময় অভিযুক্ত সরজিত বিশ্বাস বাড়িতে না থাকায় কথা বলা সম্ভব হয়নি। সরজিত বিশ্বাস জানান, ‘সব অফিস আমি ম্যানেজ করে বালু তুলছি। তাছাড়া উপর মহলে জানা শুনা করে বালু তুলছি কোন সমস্যা নেই’। এ বিষয়ে খলিষখালী ভূমি অফিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘ঘটনা সত্য হলে মামলা করব’। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version