সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বেহাল দশায় পরিণত হয়েছে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মালোপাড়ার রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই ব্যাহত হয় পথচারীদের যাতায়াত। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এলাকাবাসী জানায়, ‘রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয় চেয়ারম্যান মেম্বরকে অনেক বার বলেছি কিন্তু রাস্তাটির সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি’। এলাকাবাসী আরও জানায়, ‘রাস্তাটি জনবহুল হওয়া সত্তে¡ও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী সহ কয়েক হাজার মানুষ চলাচল করে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই পাল্টে যায় রাস্তার দৃশ্যপট। এ তখন রাস্তা দিয়ে আর চলাচলের মতো কোন অবস্থা থাকে না’। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিমের ব্যবহৃত ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। রাস্তার এ বেহাল দশা থেকে মুক্তি পেতে মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের হসস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মাগুরার মালোপাড়ার রাস্তাটির বেহাল দশা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/