Site icon suprovatsatkhira.com

ভোমরায় ৯১ বোতল ফেন্সিডিল সহ ভারতীয় লরি চালক আটক

নিজস্ব প্রতিনিধি : পাথর বোঝায় ভারতীয় একটি ট্রাক থেকে ৯১ বোতল ফেন্সিডিলসহ চালককে আটক করেছে বিজিবি। সে ভারতের বসিরহাট জেলার আমারপুর এলাকার ভারতীয় নাগরিক জহুরুল ইসলাম। বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, ‘বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় বৈধ পথে বাংলাদেশে আমদানিমুখী পাথর বোঝাই ট্রাক নিয়ে ভারতীয় ট্রাক চালক ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবির সদস্যরা তার ট্রাকে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে তার ট্রাকটি জব্দ করা হয়’। তিনি আরও জানান, ‘ধৃত ব্যক্তি ও মামলার আলামতসহ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version