Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সুশীলনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সুশীলন রিকল ২০২১ প্রকল্পের আয়োজনে ও অক্সফ্যামের সহযোগিতায় আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুদিন-২৮ সিবিও সভাপতি প্রতিমা জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সৌমিত্র জোয়ারদার। বিশেষ অতিথি ছিলেন কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিমাই প্রসাদ মন্ডল। উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে (এস ডি জি) বাস্তবায়ন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক দেবাশিষ কুমার জোয়ারদার ও বিভিন্ন সিবিও হতে আগত সিবিও, নারী ওয়াশ দল, ইয়ুথ গ্রæপের সদস্যবৃন্দ। এছাড়াও সুশীলন রিকল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস,এম. জাকির হোসেন, প্রকল্প ইঞ্জিনিয়ার শামীম হাসান, দিবাকর ঘোষ, শহীদুল ইসলাম, মীর হাসিব উল্ল্যাহ ও কমিউনিটি ভলেনটিয়ার মোমেনা খাতুন উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version