Site icon suprovatsatkhira.com

বিভিন্ন স্থানে উপ-নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-৫, নঁওগা-৬ ও পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় শহরের তুফান কনভেনশন সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদলের আহŸায়ক আহছানুল কাদির স্বপন, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আকবর আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শফিকুল আলম বাবু, যুব নেতা আলী শাহীন, কৃষকদলের সদস্য সচিব সালাউদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, ছাত্রদলের সদর উপজেলা কমিটির আহŸায়ক মুনঞ্জুরুল ইসলাম বাপ্পীসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘১২ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের মানচিত্রকে ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে। ভোট ডাকাতির মাধ্যমে সরকার তাদের স্বৈরাচারী মনোবৃত্তির বহি:প্রকাশ ঘটিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে কখনো সুষ্ঠু ভোটে পরিবেশ কল্পনা করা যায় না। তারা জনগণের দাবিকে উপেক্ষা করে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার অর্জনকে ¤øান করে দিয়েছে’। বক্তারা অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ করেন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি করে জনগণের দাবিকে স্বাগত জানানোর আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version