Site icon suprovatsatkhira.com

প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের জন্য নাগরিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা সেলিম রেজা, ব্র্যাকের ফিল্ড অফিসার সামসুন নাহার প্রমুখ। নাগরিকগণ কি ভাবে ভাল ইট, সিমেন্ট, রড, বালু খোয়া চিনবেন সে বিষয়ে আলোচনা করেন এবং উক্ত কাজের ঠিকাদারকে পরিচয় করে দেন। এবং কাজে কোন ত্রæটি দেখলে উপজেলা প্রকৌশলী এবং ব্র্যাক কর্মকর্তাদের ফোনে অবহিত করার জন্য বলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version