নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বে-সরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এক্সট্রা কোচিং ফি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে আশাশুনি সমাজসেবা কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদসহ আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইডিয়ালের প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় এদিন আশাশুনি সদর ইউনিয়নের ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থী প্রতি ৯শ’ টাকা করে তাদের অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষককে প্রদান করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/