Site icon suprovatsatkhira.com

প্রতাপনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতাপনগর (আশাশুনি)প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যার্তদের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের হলরুমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সার্বিক নির্দেশনায়, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সহযোগিতায় ও নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে।
প্রতাপ নগর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আম্ফান ও বন্যার্তদের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন রেডিও নলতার ব্যবস্থাপক সেলিম শাহরিয়ার, হিসাবরক্ষক মিলন হোসেন, জোহর আলী, জসীউদ্দীন, রনিসহ বাংলাদেশ ঔষধ সমিতি ও নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version