অক্টোবর ১৪, ২০২০
পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা বুধবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষে ডা. কাঙ্খিতা মন্ডল তৃণা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগসহ চিকিৎসা কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে ২০১৪ সাল থেকে মানববন্ধন, স্মারকলিপি পেশ, ধর্মঘট, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালিত হয়ে আসছে। কিন্তু আশ্বাস দিয়ে আন্দোলন থামানো হলেও তা এখনও পূর্ণতা পায়নি। প্রতিবার আশ্বাস ও ভয়ভীতি প্রদান করে আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে। জরুরী বিভাগ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু চালু হয়নি। জরুরী বিভাগ চালুর দাবিতে গত মাসে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ কর্ম বিরতিতে যায়। কিন্তু কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনায় বসেও জরুরী বিভাগ চালুর নিমিত্তে কোন আশানুরূপ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি’। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ও ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় ৭ দিনের মধ্যে জরুরী বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে ১১ অক্টোবর জরুরী বিভাগ উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু তা আদৌ বাস্তবায়ন হয়নি। উল্টো ইন্টার্ন চিকিৎসকদের নানাভাবে হুমকি ধামকিও প্রদর্শন করা হচ্ছে’। এদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে জরুরী বিভাগ চালু না হওয়া পর্যন্ত কর্ম বিরতি পালনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। একই সাথে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালুসহ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়ে দ্রæত পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে সাতক্ষীরা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রফিকুল ইসলাম মেহেদী, সাধারণ সম্পাদক ডা. নয়ন চন্দ্র হালদার, ডা. আজমল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, ‘জনবল সংকটের কারণে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগসহ পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। আশা করছি খুব শীঘ্রই জরুরী বিভাগসহ পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করতে পারব’। 8,431,811 total views, 5,225 views today |
|
|
|