Site icon suprovatsatkhira.com

পল্লী প্রাণী সেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় পল্লী প্রাণী সেবা কর্মীদের নিয়ে মোবাইল অ্যাপ ভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় বৈদেশিক প্রতিষ্ঠান এসিডি আই ভোকা ও এমপাওয়ার সোশাল এন্টারপ্রাইজ লিমিটেডের যৌথ সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৩ জন পল্লী প্রাণী সেবা কর্মী অংশগ্রহণ করেন। ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইম্প্রুভড নিউট্রিশন প্রোজেক্ট এর উদ্যোগে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মোবাইল অ্যাপ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. প্রদীপ কুমার মজুমদার। মাঠ পর্যায়ের সমস্যা এবং ই লার্নিং মডিউল নিয়ে কথা বলেন ভেটেরিনারি মেডিকেল সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মাহমুদ। আরো বক্তব্য রাখেন এসিডি আই ভোকার মাঠ সমন্বয়কারী ডা. মোহাম্মদ রিদওয়ানুল হক প্রমুখ। প্রশিক্ষণটি পরিচালনা করেন এমপাওয়ার সোশাল এন্টার প্রাইজেস লি. এর সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর শাহীন মাহমুদ। প্রশিক্ষণটির সার্বিক আয়োজনে সহায়তা করেন এসিডি আই ভোকার ফিল্ড ফেসিলিটেটর জান্নাতুন নেসা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version