সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ শ্রেণি পড়–য়া আশাশুনির সেই নির্যাতিতা শিশুর পরিবারের পাশে দাড়িয়েছেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
ঘটনার দিন (শুক্রবার ১০ অক্টোবর) সন্ধ্যায় আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামে শিশুটির বাবা তুলশী মন্ডলের বাড়িতে হাজির হয়ে তার খোঁজ খবর নেওয়াসহ সকল প্রকার আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। তিনি বলেন- ধর্ষক ও নারী নির্যাতনকারীদের কোন দল নেই বা কোন পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা ঘৃণ্য ও সমাজের জঞ্জাল। এসব জঞ্জাল সমাজ থেকে মুক্ত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সারাদেশে কাজ করে যাচ্ছে। আমারা এই যৌন নির্যাতনকারী শিক্ষক মইনুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
প্রসঙ্গত. শুক্রবার (৯ অক্টোবর) সকালে আশাশুনি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কোদন্ডা গ্রামের মৃত. বাবর আলী কারিকরের ছেলে মইনুর ইসলাম (৪০) কোদÐা গ্রামের ৬ষ্ঠ শ্রেণি পড়–য়া এক ছাত্রীকে যৌন নির্যাতন করে। খবর পেয়ে আশাশুনি থানা অফিসার ইনচর্জা গোলাম কবীর লম্পট শিক্ষক মইনুরকে গ্রেফতার করেন। এঘটনায় ছাত্রী নিজে বাদী হয়ে আশাশুনি থানায় শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু আইনে ১০(১০)২০ নং একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্যাতিতা শিশুর পরিবারের পাশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/