Site icon suprovatsatkhira.com

ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিগঞ্জের নলতায় অবস্থিত নবকিরণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রথমে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলতা হাসপাতাল এলাকায় মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। সেখানে সংগঠনের সভাপতি আহসান কবির টুটুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবুল কালাম বিন আকবারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী, প্রধান শিক্ষক আব্দুল মুহিত, শ্যামনগরের জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সংগঠনের সদস্য মৌরিন ইসলাম, ঐশ্বরিয়া দাস, আব্দুর রহমান প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ছোটনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সারাদেশে নারী ও শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version