অক্টোবর ৫, ২০২০
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে কালিগঞ্জে গণ-অনশন কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে কালিগঞ্জে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য আম্বিয়া খাতুন, জাকিয়া রাজিয়া, সামিউল ইসলাম, বিথি সুলতানা, জেসমিন খাতুন, রহিমা খাতুন, স্বপ্নীল ও শোভন। এ সময় বক্তারা বলেন, নারীর উপর সহিংসতা নতুন কোন বিষয় নয়। এর মোকাবেলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান আছে। তবে নারীর উপর সহিংসতা দমনে রাষ্ট্র এতটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারি আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে। ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্ষণ ও ধর্ষণ করে হত্যার মহোৎসব চলছে। বক্তারা আরও বলেন, ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টা বা যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ, অ্যাসিড আক্রমণসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু। পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তির কাছেও নিরাপদ নয় বলেন বক্তারা বলেন। 8,960,817 total views, 16,567 views today |
|
|
|