নিজস্ব প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা দায়িত্ব-ভার গ্রহণ করেছেন। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা শেষে প্রেসক্লাবের আহŸায়ক ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনকে দায়িত্ব-ভার বুঝিয়ে দেন। এসময় দেবহাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, সহ-সভাপতি আবু হুরাইরা, প্রভাষক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য আকতার হোসেন ডাবলু, দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিয়াজুল ইসলাম, সহযোগী সদস্য রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, আবুল হাসানসহ দেবহাটা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেবহাটা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/