Site icon suprovatsatkhira.com

দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি : ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় দেবহাটা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ ঘোষণা দেন সাংবাদিক নেতারা। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যকালে সাংবাদিক নেতারা বলেন, স্বাধীনতা পরবর্তী প্রথমবারের মতো নির্বাচনের মধ্য দিয়ে দেবহাটা প্রেসক্লাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যাতে করে আগামীতে গণতন্ত্রের এ ধারা অব্যাহত থাকে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিকদের গঠনতন্ত্রের প্রতি আনুগত্যশীল হতে হবে। সকলে সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের উন্নয়ন সাধন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে যেতে হবে। প্রেসক্লাব সাংবাদিকদের আবাসস্থল, তাই কোনো রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তি বিশেষের পেশি শক্তির কাছে প্রেসক্লাব দায়বদ্ধ বা জিম্মি থাকবে না। সকলে মিলে প্রেসক্লাবের সংবাদকর্মীদের তথা গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা হবে। যদি কোন ব্যক্তি প্রেসক্লাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংগঠনের ক্ষতিসাধন করার অপচেষ্টা করে তাহলে সকল সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তিকে প্রতিহত করবে বলেও হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা। এসময় প্রেসক্লাবের সম্মান অক্ষুন্ন রাখতে গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের বিভিন্ন বিধিনিষেধ অনুসরণ করা, প্রেসক্লাবের ব্যাংক হিসাব খোলা এবং সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠন, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সদস্য ও সহযোগী সদস্যদের আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, সহ-সভাপতি আবু হুরাইয়া, প্রভাষক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version